বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Led01অর্থনীতি

সপ্তম মেয়াদে বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদে আবারও দুই বছর মেয়াদে (২০২৩-২৫) সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। এ নিয়ে তিনি টানা সপ্তম মেয়াদে বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হলেন

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বিকেএমইএ এর নারায়ণগঞ্জ কার্যালয়ে সাধারণ সভায় ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।

বিকেএমইএ কার্যালয় সূত্রে জানা গেছে, সেলিম ওসমান ২০১০ সালে দায়িত্ব নেওয়ার সময় ১৮ কোট ১১ লাখ ৪৪ হাজার টাকা ছিল সংগঠনটির। ১৩ বছরের ব্যবধানে এখন ১ শত ২১ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। এর মধ্যে বিকেএমইএ নিজেস্ব ভবন, চানমারীতে নিজেস্ব জমি ক্রয়, ফ্লোর ক্রয় করা হয়েছে। সর্বশেষ গত এক বছরে আয় হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকা।

সেলিম ওসমান ছাড়াও ৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. রাশেদ,  গাওহার সিরাজ জামিল, ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, আকতার হোসেন অপূর্ব । এছাড়া সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান, মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূইয়া, শ্যামল কুমার সাহা, শাহাদাৎ হোসেন সাজনু, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম. আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুরজ, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, জাকারিয়া অহিদ, লুৎফর রহমান, মিনহাজুল হক, নিয়াজুল হক, সজিব ইমরান খান, খোরশেদ আহমেদ তুহিন পরিচালকের দায়িত্ব পান।

গত ২৮ মে বিকেএমইএ নির্বাচন বোর্ডের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু সংগঠনটির পরিচালনা পরিষদের ৩৫টি পদের বিপরীতে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহণ করায় তা আর হয়নি।

২০ জুলাই মনোনয়ন পত্র সংগ্রহের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।

RSS
Follow by Email