রবিবার, মে ১২, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

সনমান্দীর ৪টি রাস্তা উদ্বোধন করলেন চেয়ারম্যান জিন্নাহ্

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে চারটি রাস্তা উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হাসান জিন্নাহ্। সোমবার (২ অক্টোবর )সকালে সনমান্দী ইউনিয়নে তিনটি আরসিসি রাস্তা ও একটি ইটের সলিং রাস্তা উদ্বোধন করেন তিনি।

যাত্রবাড়ি মসজিদ হইতে বিল্লাল এর বাড়ি পর্যন্ত ৩৭০ আরসিসি রাস্তা ডালাই, চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ১৭০ ফুট আরসিসি রাস্তা ঢালাই, নোয়াকান্দি কান্দাপাড়া সড়ক হইতে সোনারকান্দী মোহাম্মদীয়া মাদরাসা পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা ও চরলাল মেইন সড়ক মিসিরআলি বাড়ি হইতে ওসমানের বাড়ি পর্যন্ত ৩১২ ফুট ইটের সলিং রাস্তার কাজ চলছে। এ রাস্তা গুলি বেহাল অবস্থা ছিল। একটু বৃষ্টি হলেই কাদায় ভরে যেত। তাতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাস্তাটি হওয়াতে জনগণ খুব খুশি।

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, গ্রাম হবে শহর, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন কাজ করছে, তারই ধারাবাহিকতায় সনমান্দী ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে রাস্তা ঘাটের কাজ চলছে।৫০ বছরে আমাদের এই সনমান্দি ইউনিয়নের যে দুর্দশা ছিল। ৫০ বছরের অবহেলিত ইউনিয়নকে মাত্র ৭ বছরে উন্নয়নের মাধ্যমে গুছিয়ে নিয়েছি। এই সনমান্দি ইউনিয়নের বড় বড় কাজ আজকে বাস্তবায়নে রূপান্তরিত হচ্ছে, এ উন্নয়নের ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় আনতে হবে।

RSS
Follow by Email