শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে রাস্তা নির্মানের সময় স্কুল শিক্ষার্থী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে রাস্তার কাজ করার সময় স্কুলের দেয়াল ধ্বসে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে ওই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আলিফ (১১)। সে নিলফামারি ডোমরার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত পিতা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাকে আলিফ তার বন্ধুদের নিয়ে স্কুল মাঠে খেলাধুলা করছিল। দুপুর বারোটার দিকে তারাবো পৌরসভার রাস্তার নির্মান কাজ চলকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেয়াল ধ্বসে যায়। দেয়ালের নিচে স্কুল মাঠে থাকা তার ছেলে দেয়ারের নিচে চাপা পড়ে । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এএফএম সায়েদ বলেন, রাস্তা নির্মানের কাজ চলাকালে বরপা আদর্শ কিন্ডার গার্টেন নামক একটি স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী মারা গেছে এমন ঘটনার খবর পায় পুলিশ । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email