বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে যুবক আটক, ৩ শতাধিক বিদেশী মদ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাহনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ’ ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় বলে জানায় সংস্থাটি।

আটককৃত যুবকের নাম মো. জামির মিয়া(২৩)। সে রূপগঞ্জ উপজেলার মাহনা পূর্বপাড়ার মৃত আতিকুর রহমানের ছেলে। অভিযানে পালিয়ে যেতে সক্ষম হয় মো. আরমান নামের আরেক যুবক।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ অঞ্চলের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ, সহকারী উপ- পরিদর্শক মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যা ছয়টার দিকে রুপগঞ্জ থানার মাহনার সুরুজ হাজীর আম বাগানের দক্ষিণ পাশের বাগানের গেইটের সামনে অভিযান চালিয়ে ৩শ’ ১২ বোতল বিদেশী মদ সহ মো. জামির মিয়া নামের একজনকে আটক করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মো.আরমান নামের অপর এক মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email