বৃহস্পতিবার, মে ২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

“রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে টাকা ইনভেস্ট করা হচ্ছে”

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, রূপগঞ্জে ব্যাপক টাকার ছড়াছড়ি চলছে। যারা টাকার ছড়াছড়ি করছে তারা এ নির্বাচনকে ব্যবসা হিসেবে নিয়েছে৷ তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েই টাকা ইনভেস্ট করে। পরে জমি দখল করে সেই টাকা তুলে নেয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের সাওঘাট সুবর্ণ গ্রামে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই টাকা ছড়াছড়ি থামাতে না পারলে সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকার ভেস্তে যাবে। এবার নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আমি নিরপেক্ষ দেখছি কিন্তু তারা এবার কুলিয়ে উঠতে পারছেনা। নির্বাচন টাকার ছড়াছড়ি প্রতিরোধ করতে না পাররে যারা রাজনৈতিক দুর্বৃত্ত তাদের হাতেই রাজনীতি চলে যাবে। তৃনমুল বিএনপি এর তীব্র নিন্দা জানায়। জনগণের উচিত এটার নিন্দা করা ও টাকা প্রত্যাখান করা।

পরে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তৃনমুলের মহাসচিব৷ এসময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।

RSS
Follow by Email