বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গড়ে তুলতে হবে সুমহান ঐক্য: এড. ইসমাইল

লাইভ নারায়ণগঞ্জ: লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেছেন, মহান বিজয় দিবস অর্জনে নিজেদের জীবন উৎসর্গকারি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার সকল নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যারা এদেশ স্বাধীন করেছিলেন, আজ শহীদদের সেই স্বপ্ন রাজনৈতিক দলগুলোর বেচা-কেনার পণ্য ভাগাভাগিতে পরিনত করেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) এক বার্তায় তিনি এসব কথা বলেন।

এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, নিশ্চয়ই ৩০ লাখ শহীদের রক্ত বৃথা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গড়ে তুলতে হবে সুমহান ঐক্য। ভবিষ্যৎ আমাদের পথ নির্ধারণ করবে নুতন প্রজন্মের জন্য। কারন প্রজন্মকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। একদিন শহীদ মুক্তিযুদ্ধারা আমাদের জন্য জীবন দিয়েছিল আজ আমরা আমাদের প্রজন্মের জন্য নিশ্চয় আমাদেরও দায় রয়েছে বিশাল। এই হউক আমাদের সকলের প্রতিজ্ঞা।

RSS
Follow by Email