মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led03আদালত

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ও জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজমুল হোসেন (৩২)। সে গাজীপুরের কাপাসিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিল নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে চারজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ওই রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email