শুক্রবার, মে ৩, ২০২৪
জেলাজুড়েবন্দররাজনীতি

মাদকসহ ইউপি সদস্য শাকিল পারভেজ রনি আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ১০ বোতল ফেনসিডিলসহ ডিবি হাতে আটক হয়েছেন মদনপুরের নবনির্বাচিত ইউপি সদস্য শাকিল পারভেজ রনি। একই অভিযানে জেলা গোয়েন্দ পুলিশের হাতে আরও ৩ জন আটক হয়।

সোমবার (১ এপ্রিল) দূপুরে মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।

তিনি জানান, রবিবার রাতে বন্দরের মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকা থেকে ইউপি সদস্য সাকিল পারভেজ রনি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে সোমবার দূপুরে মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

বন্দরের মদনপুর ইউপি চেয়ারম্যান সালাম মিয়া বলেন, অভিযোগের কথা আমিও শুনেছি। শাকিল পারভেজ রনি তো এখনও ইউপি সদস্য হয়নি। আইন অনুযায়ি শপথ গ্রহনের পর নির্বাচিত কেউকে ইউপি সদস্য বলা যায়। শপথ গ্রহনের আগে তাকে ইউুপ সদস্য হিসেবে গণ্য করি না। অপরাধি যে হোক তার শাস্তি হবেই। তবে সে অপরাধি প্রমানিত না হলে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

RSS
Follow by Email