বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led04রাজনীতি

মহানগর তৃণমূল বিএনপির কমিটি: আলী আহ্বায়ক ও সাজিদ খান সদস্য সচিব

লাইভ নারায়ণণগঞ্জ: এড. আলী হোসাইনকে আহ্বায়ক ও সাজিদ খান সিদ্দীকিকে সদস্য সচিব করে, নারায়ণগঞ্জ মহানগর তৃণমূল বিএনপির ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) রাতে তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। আগামী ১২০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটির বাকী সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. নাঈম হাসান ও মেহেদী হাসান রবি। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম, আশরাফ আহমেদ, নুরুল ইসলাম রাজ, মো. হারুন আহাম্মদ, অনিক আহাম্মদ ও মো. জুয়েল।

এ বিষয়ে সাজিদ খান সিদ্দীকি গণমাধ্যমকে বলেন, আমাদের মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার আমাদের এ কমিটির অনুমোদন দিয়েছেন। আশা করি আমাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর তৃণমূল বিএনপি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।

RSS
Follow by Email