মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

ভুলতায় গণসংযোগে শাহজাহান ভূঁইয়া ‘নির্বাচন সুষ্ঠু হলে আমিই জয়ী হবো’

লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে রূপগঞ্জে ভূলতা ইউনিয়নে গণসংযোগ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূইয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ‘কেটলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) রূপগঞ্জের উপজেলার ভূলতা ইউনিয়নের গাউছিয়া মার্কেটের দোকানদার ও ব্যবসায়ীদের সাথে গনসংযোগ করেন শাহজাহান ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক আঃ মান্নান মুন্সি, কার্যকরী সদস্য মোঃ করিম পাঠান, শ্রমিক লীগ নেতা আনিস শিকদারসহ সর্বস্তরের নেতাকর্মী।

গণসংযোগকালে শাহজাহান ভূইয়া বলেন, গত ১৫ বছরে রূপগঞ্জে চাদাঁবাজি, মামলা, হামলা ও জবর-দখলে রূপগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মী ও আপামর জনগণ অতিষ্ঠ। জনগণ যেভাবে আমাকে সর্মথন দিচ্ছে, সুষ্ঠ নির্বাচন হলে আমিই নির্বাচনে জয়ী হব।

RSS
Follow by Email