রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03অর্থনীতিআড়াইহাজারজেলাজুড়ে

বিদেশি বিনিয়োগ বাড়ছে, পণ্যে বৈচিত্র্য আসছে: কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

লাইভ নারায়ণগঞ্জ: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, বাংলাদেশের কৃষি পণ্যের বাজারে বিদেশি বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এর সাথে পণ্যে বৈচিত্র্য আসছে। এসিআই কো-রো স্থানীয় উৎস থেকে আমের পাল্প সংগ্রহ করে ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিচ্ছে। একইসাথে তারা বিশেষজ্ঞদের পরামর্শে স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে যা সত্যিই প্রশংসনীয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার উপ‌জেলার গোপালদী বরসদার‌দিয়ায় ডেনমার্কের জুস ‘সানকুইক’র কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসিআই লিমিটেড এবং ডেনমার্কের জুস জায়ান্ট কো-রো এএস এর যৌথ বিনিয়োগে তৈরি ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড‘র প্রথম কারখানা এটি।

অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি, বি‌শেষ অতি‌থি ছি‌লেন জাতীয় সংস‌দের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, কো-রো এএস এর প্রেসিডেন্ট সোরেন হোম জেনসেন, কো-রো এএস এর এশিয়া রিজিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোরেন রোওন, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো সহ উভয় প্রতিষ্ঠাতা কোম্পানির বিশিষ্ট নেতৃবৃন্দ।

RSS
Follow by Email