শুক্রবার, মে ৩, ২০২৪
রাজনীতি

বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী একেএম সেলিম ওসমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়ার পর ফতুল্লার মাসদাইর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন সেলিম ওসমান। বাবা-মায়ের রূহের মাগফেরাত কামনার জন্য দোয়া করেন তিনি।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ে সেলিম ওসমানকে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। প্রতীক পাওয়ার পর পরই ফতুল্লা কবরস্থানের দিকে রওনা দেন তিনি। এসময় সেলিম ওসমানের সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। অবশেষে ৭ জানুয়ারী ভোট-গ্রহণ করা হবে।

RSS
Follow by Email