রবিবার, মে ১৯, ২০২৪
Led05বন্দর

বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার চায় সিটির বাসিন্দারা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বন্দরে মানববন্ধন করেছে কদম রসুল অঞ্চলের করদাতাগন। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

মানবন্ধনে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের ১৯নং ওয়ার্ড হইতে ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এনসিসি ২২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ মিয়ার সভাপতিত্বে এড. নাঈমুল ইসলাম তপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সালাউদ্দিন, মোজাম্মেল হক, শাহ আলম, ইঞ্জিনিয়ার আ. সালাম প্রমুখ।

বক্তরা বলেন, আমাদের কাছ থেকে যৌক্তিক হারে কর নেয়া হলেও সেই তুলনায় উন্নয়ন হয়না। আজো অনেক রাস্তার বাতি খারাপ, সময় মত রাস্তা পরিস্কার করা হয় না। রাস্তার পাশে ময়লার স্তুপ পড়ে থাকে। আমরা যে হারে কর দিয়ে যাচ্ছি সে তুলনায় নাগরিক সেবা পাচ্ছে না।

বক্তরা আরো বলেন, ১৯ থেকে ২৭ পর্যন্ত ৯ টি ওয়ার্ডে ১৭ হাজার হোল্ডিং রয়েছে। আপত্তি ফর্মের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে এনসিসি কর্তৃপক্ষ। তবে আমরা বর্ধিত করে টেক্স দেব না। পুরনো হারে সিটি টেক্স দিতে আমরা প্রস্তুত।

RSS
Follow by Email