বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েবন্দররাজনীতিসিদ্ধিরগঞ্জ

বন্দর ও সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সকালে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা দুই থানায় পৃথকভাবে দুটি মিছিল করেছে। মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নির্দেশে দুই থানায় ইউনিট যুবদলের নেতাকর্মীরা এ মিছিল করে।

এছাড়াও সকাল দশটার দিকে অবরোধ সমর্থনে সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। এসময়ে যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, একতরফা তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ১১তম দফায় দেশব্যাপী ৩৬ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

RSS
Follow by Email