রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েবন্দররাজনীতি

বন্দর উপনির্বাচন: মদনপুরে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহন

লাইভ নারায়ণগঞ্জ: অনুষ্ঠিত হচ্ছে বন্দরের মদনপুর ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহন। সকালে ভোটারদের সংখ্যা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ে। ভোটকেন্দে লাইন ধরে দাড়িয়ে আছে ভোটাররা। এক এক করে ভোট কক্ষে গিছে পছন্দের প্রার্থীকে দিচ্ছেন নিদের ভোট। নানা বয়সের নানা পেশার ভোটদের উপস্থিতিতে ভোট কেন্দ্রে একটি উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (৯ মার্চ) সকালে সরেজমিনে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র। উৎসবমুখর পরিবেশে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছে। ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে ভোটারদের নিরাপত্তা দিযে যাচ্ছেন। কোন ভোটার এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ করেন নি। ভোট কেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত বিশৃঙ্খলার অভিযোদ পাওয়া যায়নি।

কেন্দ্রে ভোট দিতে আসা মদনপুর বাজারের বাসিন্দা ও গৃহিণী হাফিজা বেগম বলেন, সকাল বাসার কাজ শেষ করে আসছি ভোট দিতে। এখানে এসে নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পেরেছি। আমাদের কেউ কোন চাপ দেয়নি যে, কোন প্রতীকে দিতে হবে। ভোট দিতেও খুব বেশি সময় লাগেনি।

নতুন এবছরের নতুন ভোটার আসিফ ভূইয়া বলেন, আমি খুব খুশি এ বছর দু বার ভোট দিতে পেরেছি। একবার দিয়েছি জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে আর আরেকটি এখন দিলাম। আমার দেওয়া ভোটের কারনে একজন প্রার্থী নির্বাচিত হবে এটা ভেবেই ভালো লাগছে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত কোন ঝামেলা দেখিনি। শান্তিতেই ভোট দিতে পেরেছি।

এ বিষয়ে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহাবুবা আক্তার শামীমা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, দুপুর ১২ টা পর্যন্ত ৯৭৬ জনের ভোট কাস্ট হয়েছে। সকাল থেকে এখন ভোটারদের উপস্থিতি বেশি। এই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৯৫২ জন। ভোটারের মধ্যে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।

প্রসঙ্গত, উপ-নির্বাচনে মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে তালা প্রতীকে লড়ছেন আলী আভিনাশ ভূঁইয়া (শাহাজালাল), ঘুড়ি প্রতীকে লড়ছেন মোঃ আশ্রাফুল আলম ভূইয়া (শাকিল), মোরগ প্রতীকে লড়ছেন শাকিল পারভেজ রনি ও ফুটবল প্রতীকে লড়ছেন মো: মহিবুল ইসলাম (বাপ্পি)। সকাল ৮টা থেকে চলছে ভোট গ্রহন, চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এরপর ভোটগুলো যাটাই-বাছাই ও গণনা শেষে ফলাফল প্রকাশ করবেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

RSS
Follow by Email