সোমবার, মে ১৩, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লা

ডাকাতি প্রস্তুতির অভিযোগে আটক ৫

লাইভ নারায়ণগঞ্জ: দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ফতুল্লায় এক অভিযানে তাদের আকট করা হয়। এসময় আটককৃতদের কাছে থেকে হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটক কৃতরা হলেন, শরিয়তপুর জেলার যুশুরা বাজা এরাকার সামসুল হকে ছেলে (ডাকাত দলের সর্দার) আবুল হোসেন আবুল (৪০) , ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৯ নং ওয়ার্ডের মন্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেন (২৮), ৫৮ নং ওয়ার্ড শ্যামপুর বটতলা এলাকার মিজানুর রহমান (২৬), ৫৮ নং ওয়ার্ড শ্যামপুর বড়ইতলা এলাকার মৃত জামাল ব্যাপারীর ছেলে নাইম ব্যাপারী (২১), ফতুল্লার কুতুবপুর বউ বাজার এলাকার মৃত মোজ্জাম্মেল হোসেন মুন্সীর ছেলে কাউছার (২২)। পিতা—মৃত মোজ্জাম্মেল হোসেন মুন্সী, মাতা—মোছাঃ মুনিরা বেগম,
স্থায়ী সাং—কুড়ি

র‌্যাব জানায়, ফতুল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করি। প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি যে, আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের
সর্দার আবুল হোসেন আবুল। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। আটককৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email