বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
বন্দর

বন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরের কেওঢালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রামমুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের ছেলে আমানউল্লা আমান (৩৫) এবং ধামপুর ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল হকের ছেলে শিশির মিয়া (২৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে নিহত দুই যুবক মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় কার্ভাডভ্যানের পিছনের চাকার চাপা পরেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনা জানা মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মো. ইব্রাহীম লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুর্ঘটনার পর কার্ভাডভ্যান ফেলে পালিয়ে গেছে চালক। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

RSS
Follow by Email