সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
ক্রীড়া

বঙ্গবীর সংসদ জিতেছে, সিরাজদৌল্লাহ ক্লাব ও টিম জিকেএসপি ড্র

লাইভ নারায়ণগঞ্জ: শনিবার (২৩ ডিসেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বাফুফে একাডেমী কাপ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৩-২৪ এর তৃতীয় দিনের প্রথম খেলায় সিরাজদৌল্লাহ ক্লাব ফুটবল একাডেমী ও টিম জিকেএসপির খেলা ২-২ গোলে ড্র হয়েছে।

সিরাজদৌল্লাহর পক্ষে আব্দুল্লাহ ফাহিম ২টি এবং টিম জিকেএসপির হয়ে সোহাগ ও ইউসুফ রাজি ১টি করে গোল করেন।

দিনের দ্বিতীয় খেলায় বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমী ৬-০ গোলের ব্যবধানে রেইনবো এ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। দলের পক্ষে সিজান ২টি এবং ফাহিম,সিয়াম,রুদ্র ও হোসেন ১টি করে গোল করেন।

RSS
Follow by Email