মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ৩ হাজারপিস ইয়াবাসহ আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার সস্তাপুর থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফতুল্লার সস্তাপুর ক্ল্যাসিক মার্ট পেইন্টস এন্ড হার্ডওয়ার নামের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃ হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার শিকদার পাড়ার মৃত জালাল আহম্মেদের ছেলে মোঃ শহীদ (২৩)। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে সাড়ে ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান,উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু,সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার সস্তাপুরস্থ ক্ল্যাসিক মার্ট পেইন্টস্ এন্ড হার্ডওয়ার নামের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মোঃ শহীদ কে আটক করে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email