শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী মিঠু আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মিঠু কে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-১১ সিনি. সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) কাজী শাহাবুদ্দিন আহম্মেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত আসামী হলেন, ফতুল্লার গাবতলী (টাগারপাড়) এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর এ মামলার ভিকটিম দুপুরের খাবার খাওয়ার জন্য তার কর্মস্থল হতে বাসায় যাচ্ছিলেন। পথেই মামলার প্রধান আসামি মিঠু (৩০) সহ
অন্যান্য আসামীরা ভিকটিমকে ডেকে ফতুল্লার লালপুরস্থ মহসিন মিয়ার জেএম প্যাকেজিং কার্টুন কারখানার ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে কার্টুন ফ্যাকটরীর একটি রুমে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম জেলার ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব আরো জানায়, আসামী মিঠু (৩০)’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email