বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফতুল্লা থানার তক্কারমাঠ এলাকায় মো. মিলন (৩৩) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব আরও জানায়, আসামি মিলন ফতুল্লা মডেল থানায় পাগলা বৈরাগী বাড়ির মো. রশিদ মিয়ার ছেলে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায়, মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বিজ্ঞ আদালত গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করলে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

RSS
Follow by Email