রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ডাকাতির প্রস্ততির অভিযোগে আটক ৪

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ডাকাতির প্রস্ততির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার সীমান্তের দাপা সাহারা সিটির বালুর মাঠ থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো: ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া জমিল বেপারির পুত্র লিটন(২৮), একই এলাকার শাহিনের বাড়ীর ভাড়াটিয়া নাজিম উদ্দিনের পুত্র পলাশ(২৫), তালুকদারের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল গনির পুত্র জাহিদুল(২৫) ও সানাউল্লাহর বাড়ীর ভাড়াটিয়া মনির(২৫)। এসময় তাদের থেকে দেশীয় তৈরী একটি রামদা, একটি কিরিচ ও দুটি ছোরা উদ্ধার করে হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতেই অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ১৫-১৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email