রবিবার, মে ৫, ২০২৪
Led01ফতুল্লা

ফতুল্লায় ইজিবাইক শোরুমে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৭

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ভোলাইল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) শোরুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনসহ পাশের আরও ২টি ভবনের দেয়াল ধ্বসে অন্তত ১৭ জন আহত হয়েছেন৷

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ শোরুমের মালিকের নাম স্বপন হোসেন৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহম্মাদ বলেন, ‘ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশা অ্যাসেম্বল এবং বিক্রি করা হয়৷ প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি আছে৷ এসব ব্যাটারি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে মুসকান মটরস্ নামে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ ঘটে। প্রায় ২ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের এই শব্দ শোনা যায়। এ সময় পাশের একটি টিনের সেমিপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদের অনেকটা ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অনেক ভবনের জানালার কাঁচ। এতে আহত সবাইকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে৷

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email