শুক্রবার, মে ১৭, ২০২৪
Led01রাজনীতি

পুলিশ-বিএনপি সংঘর্ষ ঘটনায় মামলা: ১১৩ জনের নাম উল্লেখ, অজ্ঞাত ৫শ’ থেকে ৬শ’

লাইভ নারায়ণগঞ্জ: কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিএনপির ১১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামি করে ওই মামলা দায়ের করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।

এর আগে মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এতে জেলা বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সহ ১১৩ জনকে আসামি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে এজহার নামীয় ১১৩ জন ও ও অজ্ঞাত ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

RSS
Follow by Email