শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
জেলাজুড়েবন্দর

পাগলা বিড়ালের কামড়ে বৃদ্ধা নারীসহ আহত ২

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের পাগলা বিড়ালের কামড়ে এক বৃদ্ধা নারীসহ ২জন আহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, রাহেলা বেগম (৬৫) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর মৃত সামছুদ্দিন মিয়ার স্ত্রী ও একই এলাকার সাহাদাত মিয়ার স্কুল পড়ুয়া ছেলে সাদাফ (১০)।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বৃদ্ধা নারী রাহেলা বেগম তাদের বাড়ি সামনে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় একটি বিড়াল হঠাৎ করে উল্লেখিত বৃদ্ধা নারীর কানে, গলায় ও হাতে কামড় মেরে রক্তাক্ত জখম করে। পরে সেই বিড়াল বিড়াল একই এলাকার স্কুল ছাত্র সাদাফকে কামড় মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

RSS
Follow by Email