রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
রাজনীতিরূপগঞ্জ

পরিবারতন্ত্র কায়েমের জন্য আমাকে শেষ করতে চায়: চেয়ারম্যান জাহাঙ্গীর

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর বলেছেন, ‘সব স্থানে গাজী পরিবারের ছবি থাকা নিয়ে আমি একটা প্রশ্ন করেছিরাম। সেই থেকে তারা মনে করে, আমাকে এবং আমার সাথের কিছু নেতাকর্মীকে যদি শেষ না করে দেয়া যায় তাহলে তাদের পরিবারতন্ত্র থেকে একটি অংশ আলাদা থাকবে। আমি থানায় গিয়ে অভিযোগ করেছি, যদি আমি অপরাধী হই তাহলে আমি আইনের কাঠগরায় দাড়াবো। আর যদি গাজী বা গাজীর পোলা অথবা অন্য কেউ অপরাধী হয়ে থাকে, তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেন। নয়তো আমরা বাধ্য হবো রাজপথে নামতে। ২৪ ঘন্টার মধ্যে এটি মামরা হবে নয়তো আমরা নাজপথে নেমে আমাদের অধিকার আদায় করবো।’

বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে উপজেলা আওয়ামী লীগসহ দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। আর তাই এই হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘এই গাজী পুত্র (পাপ্পা) এক বছর ধরে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন জনের নামে মন্তব্য করে। তিনি (মন্ত্রী গাজী) মন্ত্রী পাশাপাশি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে সহ সভাপতি, তার বউ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র। এই গাজী পরিবার, পরিবারতন্ত্রের সর্বচ্চ পর্যায়ে তারা চলে গেছে।’

RSS
Follow by Email