মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জসোশ্যাল মিডিয়া

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শাওনের বাবা

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার মোশতাক আহমেদ শাওনের বাবা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত পৌঁনে ৩ টায় রাজধানীর কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে, বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে ফররুখ আহমেদ খসরু দ্যা নিউ নেশন পত্রিকার সহকারি সম্পাদক, মেজো ছেলে মোশতাক আহমেদ শাওন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও ছোট ছেলে ডাক্তার তানভির আহমেদ সোহেল কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড মুক্তিনগর এলাকায় নিজ বাস ভবনের সামনে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লার লাকসাম থানার মেল্লা গ্রামে পারিবারিক কবরস্থানে ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের মরদেহ দাফন করা হয়েছে।

RSS
Follow by Email