বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
অন্যান্যসোশ্যাল মিডিয়া

না.গঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন: নমিনেশন বিক্রি সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৪-২০২৬) এর নমিনেশন পেপার বিক্রয় করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই নমিনেশন পেপার বিক্রয় করা হয়।

নির্বাচন কমিশনের কার্যালয় হতে নমিনেশন পেপার সংগ্রহ করেন যথাক্রমে জনাব ফারুক বিন ইউসুফ পাপ্পু, মো. হাসান ফেরদৌস, আব্দুল কাদির, খন্দকার সাইফুল ইসলাম, দিলীপ মন্ডল, আবু নাইম ইকবাল, মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন,প্রধান নির্বাচন কমিশনার আরিফ আলম দীপু, নির্বাচন কমিশনার সোহেল আক্তার সোহান,নির্বাচন কমিশন সচিব কাওছার আহমেদ।

নমিনেশন পেপার জমা দেয়ার তারিখ ০৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ।

উল্লেখ্য, আগামী ২ডিসেম্বর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২৩ ও নির্বাচন নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তে অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email