বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led01জেলাজুড়েশিক্ষা

না.গঞ্জে নতুন বইয়ে মাতবে শিক্ষার্থীরা, স্বস্তিতে শিক্ষক-অভিভাবকরা

#নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কম এসেছে ৩০শতাংশ বই

#প্রথম সপ্তাহের মধ্যে বাকি বইগুলো চলে আসবে, আশা শিক্ষা কর্মকর্তার

লাইভ নারায়ণগঞ্জ: ভোট উৎসবের কারণে বই উৎসবে ভাটা পড়বে এমন ভাবনা চেপে বসেছিল অভিভাবকদের। তবে সেই ধারণা বদলেও দিয়েছে সরকার। প্রতিবছরের মতো এবারের নতুন বছরে নতুন বইয়ে উৎসবে মাতবে নারায়ণগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। পহেলা জানুয়ারি বই উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে জেলার প্রতিটি বিদ্যালয়ে পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে।

নতুন বই পাবে নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় এমন মোট শিক্ষার্থীর সংখ্যা ৩লাখ ১৯ হাজার ৩০২জন। নতুন বছরে ওইসব শিক্ষার্থীদের ৩৭লাখ ৯১হাজার ৮৫৮টি বইয়ের প্রয়োজন থাকলেও, নতুন বই এসেছে ২৮ লাখ ১৭হাজার ১৮৬টি টি। অর্থাৎ এবার কম এসেছে ৯লাখ ৭৪হাজার ৬৭২টি বই।

এদিকে নির্বাচন ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচির কারণে যথাসময়ে বই পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন খোদ শিক্ষকরাও। তবে সব বাঁধা কাটিয়ে এবারই প্রথমবার নিজ উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছে দিচ্ছে শিক্ষা অধিদপ্তর। এতে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। আর অভিভাবকরা বিষয়টি জেনে ফেলছেন স্বস্তির নিশ্বাস।

জানা যায়, নারায়ণগঞ্জের পাচঁটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৪৭টি, এনজিও পরিচালিত রয়েছে ৪২টি, কিন্ডার গার্টেন রয়েছে ১ হাজার ৪৭টি, উচ্চ বিদ্যালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬২টি, আনরেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ টি এবং অন্যান্য রয়েছে ১৯টি।

নারায়ণগঞ্জ জেলার মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ-৯ম) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ২লাখ ২৯হাজার ৬৯৭জন শিক্ষার্থী রায়েছে, যাদের মাঝে ২০ লাখ ৯৩হাজার ৫৪০টি বই বিতরণ করা হবে। দাখিল স্তরের (৬ষ্ঠ-৯ম) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ২৮হাজার ৪৬৫জন শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ২লাখ ৮০হাজার ৯৬টি বই বিতরণ করা হবে। এবতেদায়ী স্তরের (১ম-৫ম) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ৫৫হাজার ২০জন শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ৩লাখ ১২ হাজার ৩০টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক স্তরের ইংরেজি ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ২হাজার শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ১৫হাজার ১০০টি বই বিতরণ করা হবে। এসএসসিতে (ভোকেশনাল) মোট ৪হাজার শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ৩৬ হাজার ৫০০টি বই বিতরণ করা হবে। দাখিল ভোকেশনালে রয়েছে ১২০জন শিক্ষার্থী রয়েছে যাদের মাঝে ৭২০টি বই বিতরণ করা হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুছ ফারুকী লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘১লা জানুয়ারিতে প্রাথমিক পর্যায়ে যে সকল স্কুল রয়েছে সে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আমাদের যে কয়টি বই কম এসেছি সেগুলিও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে চলে আসবে বলে আশা করছি।’

RSS
Follow by Email