রবিবার, মে ৫, ২০২৪
Led03স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় ৬ জনের নমুনা সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণণগঞ্জ: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার ৬ জনের নমুনা সংগ্রহ হয়েছে। নতুন করে কোন আক্রান্ত নেই। এই নিয়ে জেলায় মোট ৩১ হাজার ৫৫৯জন আক্রান্ত হয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

এখন পর্যন্ত মোট ২ লাখ ৬৭ হাজার ৫৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জনের তথ্যানুসারে এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ২২৬ জন।

RSS
Follow by Email