নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালিত
লাইভ নারায়ণগঞ্জ: নতুন বছরের প্রথম দিন ১লা জানুয়ারী আজ, শুরু হয়েছে নতুন শিক্ষাকার্যক্রম। শিক্ষাঙ্গনে গিয়ে জ্ঞান আহরণে ব্যস্ত হবার আগেই কৌতুহলী শিক্ষার্থীদের হাতে চলে এসেছে নতুন বই। সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জেও আজ সোমবার (১ জানুয়ারী) বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
সোমবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই পেতে অভিভাবকদের সাথে নিয়ে ভিড় জমায় শিক্ষার্থীরা। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী শৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এদিকে, বই হাতে পাওয়া মাত্রই হাসি মুখে এক পাতা থেকে অন্য পাতায় চোখ বুলাতে ব্যস্ত হয়ে পড়ে কোন কোন শিক্ষার্থীরা। ‘নতুন বইয়ে কি আছে?’ আকাঙ্খা মেটাতে যেমন শিক্ষার্থীরা ব্যস্ত, নতুন বইয়ে কোথাও ছাপানোতে ভুল আছে কিনা তা খতিয়ে দেখতেও ব্যস্ত অভিভাবকরা। সবশেষে বই হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় উৎসুক শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় এবছর প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৩০২ জন। নতুন বছরে ওইসব শিক্ষার্থীদের ৩৭লাখ ৯১হাজার ৮৫৮টি বইয়ের প্রয়োজন থাকলেও, নতুন বই এসেছে ২৮ লাখ ১৭ হাজার ১৮৬ টি। বই কম এসেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৭২ টি। প্রয়োজনের তুলনায় বই কম আসলেও জানুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই চলে আসার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ ফারুকী।
জানা গেছে, নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৪৭ টি, এনজিও পরিচালিত রয়েছে ৪২ টি, কিন্ডার গার্টেন রয়েছে ১ হাজার ৪৭ টি, উচ্চ বিদ্যালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬২ টি, আনরেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ টি এবং অন্যান্য রয়েছে ১৯ টি।
নারায়ণগঞ্জ জেলার মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ-৯ম) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ২ লাখ ২৯ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ২০ লাখ ৯৩হাজার ৫৪০টি বই বিতরণ করা হয়েছে। দাখিল স্তরের (৬ষ্ঠ-৯ম) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ২৮ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ২ লাখ ৮০ হাজার ৯৬ টি বই বিতরণ করা হয়েছে। এবতেদায়ী স্তরের (১ম-৫ম) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ৫৫ হাজার ২০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ৩ লাখ ১২ হাজার ৩০ টি বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক স্তরের ইংরেজি ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোট ২ হাজার শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ১৫ হাজার ১০০টি বই বিতরণ করা হয়েছে। এসএসসিতে (ভোকেশনাল) মোট ৪ হাজার শিক্ষার্থী রয়েছে, যাদের মাঝে ৩৬ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে। দাখিল ভোকেশনালে ১২০ জন শিক্ষার্থী রয়েছে যাদের মাঝে ৭২০টি বই বিতরণ করা হয়েছে।