সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Dis_leadLed04ধর্ম

নানা আয়োজনে না.গঞ্জে পালিত হচ্ছে আশুরা

লাইভ নারায়ণগঞ্জ: আজ পবিত্র আশুরা। সারাদেশের মতো নারায়ণগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে মুসলিমদের জন্য পবিত্র এ দিনটি।

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার দিনটি মুসলমানদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

বরাবরের মতোই শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জে দোয়ার আয়োজন করা হচ্ছে। বিকালে নগরীর জমখানা থেকে শুরু হবে তাজিয়া মিছিল। প্রদক্ষিণ করবে পুরো শহর।

হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

এদিন শিয়াদের পাশাপাশি সুন্নিসহ অন্যান্য মাজহাবের মুসলিমরা বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করে থাকে। সেইসাথে দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করে ধর্মপ্রাণ মুসলিমরা।

RSS
Follow by Email