রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
Led04রাজনীতি

তিনদিন গণসংযোগ শেষে ২৪ ডিসেম্বর অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রবিবার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদও পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করেন। এদিন দুপুরে সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নারায়ণগঞ্জের শীর্ষ একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই বর্তমানে কারাগারে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত ধারবাহিকভাবে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও একই ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে।

RSS
Follow by Email