বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ একেএম সামসুজ্জোহার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রয়াত নেতা সামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিনি বলেন, শরীরটা বেশ খারাপ। কিন্তু শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আজ এসেছি। কারণ প্রয়াত নেতাকে স্মরণ করতে আমরা একসাথে বসেছি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একত্র হয়েছি। আমার নেতার প্রতি, জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email