বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতিসোনারগাঁ

ছাত্রলীগকে দূর্গা পূজার মন্ডপে অবস্থানের নির্দেশ শামীম ওসমানের

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দূর্গা পূজায় নারায়ণগঞ্জের মন্ডপ গুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান।

পাশাপাশি সকল আওয়ামী লীগ নেতাদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন এই রাজনৈতিক নেতা।

এবার নারায়ণগঞ্জে ২২৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা হবে। পূজা মন্ডপ হবে নারায়ণগঞ্জ সদর উপজেলায়।

একেএম শামীম ওসমান বলেন, ‘সামনে পূজা আসতেছে। এই সময়ে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। ছাত্রলীগের সন্তানদের বলবো পূজার মধ্যে তোমরা সকল মন্ডপ গুলাতে থাকবা। আমরা ইসলাম ধর্মের লোকজন সকল ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি। সবাই রেডি হন, পূজার পর একটা থাবা দিব নারায়ণগঞ্জ থেকে।’

RSS
Follow by Email