সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েরূপগঞ্জ

চাচার হামলায় ভাতিজা নিহত, গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে চাচা ও চাচাতো ভাইদের হামলায় নুরুল হক (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শনিবার (১৬ মার্চ) হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। নিহত নুরুল হক রূপগঞ্জ সদর ইউনিয়নের ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তার আপন চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ১৬ মার্চ ভোরে সেহেরী শেষে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হক মারা যান৷

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় আগে মামলা দায়ের করা হয়েছিল। সেটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে৷ এ ঘটনায় ইতোমধ্যেই বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

RSS
Follow by Email