শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03রাজনীতি

গিয়াস-খোকনসহ ৯০ নেতাকর্মীর আগাম জামিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির নেতাদের বিরুদ্ধে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে হাইকোর্টে আবদেন করলে আগাম জামিন মঞ্জুর পায় নেতৃবৃন্দ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আমরা আগাম জামিন পেয়েছি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রায় ৯০ নেতৃকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন মঞ্জুর করেন। ।

RSS
Follow by Email