বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led05ধর্মরাজনীতি

খালি মাঠে গোল দিয়ে কেউ বিশ্বকাপ অর্জন করতে পারে না: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৭ তারিখের একতরফা প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা সবাই এ নির্বাচন বর্জন করি। নির্বাচন নামে এমন নাটক জাতি দেখতে চায় না। খালি মাঠে গোল দিয়ে কেউ বিশ্বকাপ অর্জন করতে পারে না। আওয়ামী লীগ জনগণকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে। শান্তিপ্রিয় জনতা সে আশা পূরণ হতে দিবে না।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০টা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বার্ষিক প্রকাশনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা সাধারণ জনগণের সাথে উঠাবসা করি, কথাবার্তা বলি। তারাও এই প্রহসনের নির্বাচনের দিন ভোট প্রদান করবে না, ভোট কেন্দ্রে যাবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন। আমরা শান্তিপ্রিয় জনতাকে উদাত্ত আহবান জানাই, আপনারা ৭ তারিখের একতরফা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। স্বৈরাচার পতনে, দেশের কল্যাণে নিজে ও আপনার আত্মীয়-স্বজনকে ভোট বর্জনে উৎসাহিত করুন।

সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার, ডায়রি ও অন্যান্য প্রকাশনা বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সদস্য মুহা. শরীফ হোসেনসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email