শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04জেলাজুড়েসদর

খানপুরে ময়লারস্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার, মা-নানীসহ আটক ৫

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে এক নবজাতক কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতকের নানিসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে খানপুর কাজিপাড়া আল হেরা ক্লিনিকের পাশের ময়লারস্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

তিনি বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় জাহান ক্লিনিকের ওটি ইনচার্জ, নার্স ও নবজাতকের মা-নানিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জরিত প্রায় ৮-৯জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

RSS
Follow by Email