সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led01বিশেষ প্রতিবেদনরাজনীতি

এবার শামীম ওসমান আমেরিকা, সমালোচকদের মুখে কুলুপ

লাইভ নারায়ণগঞ্জ: সমালোচকদের মুখে কুলুপ দিয়ে আমেরিকা গিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর সহধর্মিণী সালমা ওসমান লিপি।

বুধবার (১২ জুলাই) বিকালে শামীম ওসমানকে বহনকারী বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান তাঁর ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন। সাথে লেখেছেন, ‘আলহামদুলিল্লাহ আব্বু আম্মু নিরাপদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবতরণ করেছেন।’

ইতোমধ্যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিমান বন্দরে শামীম ওসমান ও ওসমান লিপি দাঁড়িয়ে আছেন।
গত জুন থেকে শামীম ওসমানকে জড়িয়ে একটি পক্ষ আমিরিকার ভিসা নীতির কথা প্রচার করছিল। তারা দাবি করছিল, শামীম ওসমানকে আমেরিকা সরকার যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিধাজ্ঞা দিয়েছে।

তীব্র সমালোচনার এক পর্যায়ে মতবিনিময় সভায় শামীম ওসমান নিজে বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘আমার আমেরিকার ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই— আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে।

এরপরেও সমালোচকরা বিষয়টিকে ভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করেছে।

RSS
Follow by Email