উপজেলা পরিষদ নির্বাচন:তিন উপজেলায় ৪০ প্রার্থীর লড়াই
লাইভ নারায়ণগঞ্জ: জমে উঠছে নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে, ১৭জন চেয়ারম্যান প্রার্থী, ১৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৯জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ও রির্টানিং অফিসার মো. সাকিব আল রাব্বি।
দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবুল হোসেন, মাহফুজুর রহমান কালাম, মো. আলী হায়দার। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মাহবুব আলম, মাছুম চৌধুরী, মো. জহিরুল ইসলাম খোকন, এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, আবুল ফয়েজ শিপন, মো. আজিজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহমুদা আক্তার, ফরিদা পারভীন, কোহিনুর ইসলাম, এড. নুরজাহান।
দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম প্রধান, গাজী গোলাম মর্তূজা, মো. তাবিবুল কাদির তমাল, মো. হাবিবুর রহমান, আবু হোসেন ভুঞা (রানু)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ স্বপন ভূইয়া, মো. হাবিবুর রহমান (হারেজ), রাসেল আহাম্মেদ, মো. মিজানুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আক্তার, ফেরদৌসী জান্নাত, সৈয়দা ফেরদৌসী আলম নৗলা, তানিয়া সুলতানা।
দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আজাদ খান, মো. জায়েদুল হক মোল্যা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহবুবের রহমান রোমান, মুজাহিদুর রহমান হেলো সরকার, কাজি সুজন ইকবাল, মো, আজীজুর রহমান মোল্লা, মো. শাহজালাল মিয়া, মো. খোরশীদ আলম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. মনিরুজ্জামান মোল্লা, মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- শাহিলা মোশারফ।
উল্লেখ্য, তফসিল অনুসারে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল,মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে।