মঙ্গলবার, মে ৭, ২০২৪
জেলাজুড়েসদর

ইউনেস্কো ক্লাব অব না.গঞ্জ কমিটি গঠন: সভাপতি আরিফ, সা: সম্পাদক প্রদীপ

লাইভ নারায়ণগঞ্জ: ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সভাপতি এস এম আরিফ মিহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. তোফাজ্জল হোসেন, পবিত্র গীতা থেকে পাঠ করেন বিরাজ পাল চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জের উপদেষ্টা মো. শামসুজ্জামান ভাষানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাবের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দীলু।

সাধারণ সভায় আগামী দুই বছরের (২০২৩-২০২৫) জন্য তানভীর হায়দার খানকে প্রধান উপদেষ্টা ও মো. শামসুজ্জামান ভাষানী, আলহাজ্ব দীল মোহাম্মদ দীলুকে উপদেষ্টা এবং এস এম আরিফ মিহিরকে সভাপতি ও প্রদীপ কুমার দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।

ক‌মি‌টিতে সহ সভাপতি লিটন চন্দ্র পাল, রঞ্জিত মন্ডল, শাহানশাহ ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ উল আলম, মো. ছালেহ আকরাম আলআমিন, মো. জসিমউদ্দিন, গোলাম মোস্তফা শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব লাবু, মো. মোজাম্মেল হোসেন লিটন, মো. কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সাখাওয়াত হোসেন ডাবলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন বিজন, প্রচার সম্পাদক মোজ্জামেল হোসেন লিটন, সমাজসেবা সম্পাদক আকতারুজ্জামান শান্ত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রদীপ দাস, প্রকাশনা সম্পাদক ভজন দাস, সহ প্রকাশনা জাহাঙ্গীর ডালিম, দপ্তর সম্পাদক নাজির খান, মহিলা সম্পাদিকা হাজেরা খাতুন জোৎস্না, সহ মহিলা সম্পাদিকা কাজল বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহিত্য সম্পাদক এনামুল হোসেন প্রিন্স, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পংকজ বিশ্বাস, যুব বিষয়ক সম্পাদক আনন্দ কুমার সেরাওগী সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রনি, সদস্য রাজীব তালুকদার, মো. কামরুল হাসান, এড. অঞ্জন দাস, মো. আরিফুল ইসলাম জনি, রিপন কর্মকার, মো. ফারুক হোসেন, মো. ইউসুফ কবির, মো. মোবাশ্বির হক, মো. মোহন, মো. আবুল হাসান মিসু, মো. আরিফ হোসেন ঢালী, শ্যামল সাহা, এস এম বিজয়, বিরাজ পাল চৌধুরী, মো. আমিনুল ইসলাম, নগদ বিল্লাল সানি, মো. শুভ ইসলাম, মো. ওয়াজিব, অরুন দেবনাথ, প্রশান্ত কুমার সাহা, জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, বিপ্লব ঘোষ মনা, ডা: জীবন সাহা, গৌতম দত্ত, মো: ফারুক, পংকজ রায়, তুলশী ঘোষ, কুতুবউদ্দিন সুমন, নির্মল চন্দ্র, মো. বাবলু, মো. হৃদয়, মো. আলমগীর নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

RSS
Follow by Email