সোমবার, মে ১৩, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে ব্যানার-ফেস্টুন অপসারণ করলো ইসি

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার, ফেস্টুন টানিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় আড়াইহাজার উপজেলায় অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশন।

রোববার (৩ ডিসেম্বর) সারাদিন উপজেলার বাজার, চৌরাস্তা, শিবপুর, দক্ষিণপাড়া, বাঘানগরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইশতিয়াক আহমেদ। এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু এবং জাকের পার্টির প্রার্থী শাজাহানের ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়।

এ বিষয়ে ইশতিয়াক আহমেদ জানান,নির্বাচন আচরণবিধি প্রতিপালনের অংশ হিসেবে জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজ এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে এভাবে প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই আজ এইসব ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। আগামীতেও এভাবে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

RSS
Follow by Email