বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led02আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে পরিত্যক্ত দোকান থেকে প্রহরীর লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোপালদী পৌরসভার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রহরীর নাম ওবায়দুল হক (৬০)।সে আড়াইহাজার উপজেলার সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌরসভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিতেন। মঙ্গলবার রাতে তিনি পাহারা দিতে যান। বাজারের দোকানদাররা সবাই চলে গেলে হঠাৎ বুধবার সকালে বাজারের পরিত্যক্ত একটি দোকানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

RSS
Follow by Email