বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led04আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে অবরোধের পিকেটিং কালে দুই স্বেচ্ছাসেকদল নেতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জালাকান্দি গোরস্থান এলাকা থেকে দুই স্বেচ্ছাসেবকদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে বিএনপির অবরোধ সমর্থণে পিকেটিং করার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাহমুদপুর এলাকার আক্কেল আলীর ছেলে দুলাল এবং বিশনন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই এলাকার গফুরের ছেলে আলমগীর ।

আড়াইহাজার থানার এস আই রহিম জানান, গ্রেফতার দুজন ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি গোরস্তান এলাকায় অবরোধের কর্মসূচি পালন করতে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো সহ নাশকতার পরিকল্পনা ও চেষ্টায় লিপ্ত ছিল। তাদের সাথে আরও লোকজন ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার নির্বাহি কমকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার অংশে কোন পিকেটিং নেই। যানবাহন চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকল প্রকার নাশকতা প্রতিহত করতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

RSS
Follow by Email