শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসদর

আমি আর সেলিম ভাই, না.গঞ্জে মেট্রোরেল নিয়ে আসবো: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেট্রোরেল আনার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আপনারা সবাই দোয়া করলে, আমি আর সেলিম ভাই মিলে মতিঝিলের মেট্রোরেল নারায়ণগঞ্জে নিয়ে আসবো। সেলিম ভাই ইতিমধ্যে নিজ অর্থায়নে শত শত কোটি টাকার উন্নয়ন করেছেন। আপনারা দোয়া করবেন তার জন্য।

বুধবার রাতে নগরীর গলাচিপায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন না।

ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।

এসময় শামীম ওসমান আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ শেষ হলে এই সড়কটা অনেক সুন্দর হবে। নারায়ণগঞ্জে কাজ হচ্ছে, ডিএনডি প্রজেক্ট হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড কাজ হচ্ছে। এই রোডের পাশে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল হবে, ইউনিভার্সিটি হবে।  এগুলো হয়ে গেলে আর ঢাকা যাওয়া লাগবে না।

RSS
Follow by Email