সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

আবুল কালাম বিশ্বাস সরকারি দলের দালাল: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসকে সরকারি দলের দালাল বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, ওনি নামমাত্র বিএনপির লোক। এই বিগত ১০-১৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে সে সরকারি দলের লোকের থেকেও সরকারি লোক হয়ে গেছে। আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইউসুফ খান টিপু।

এসময় তিনি আরও বলেন, লোক মুখে শোনা যাচ্ছে তারা এই মামলাকে স্থানীয় এমপিদের সহায়তায় জিয়িয়ে রেখেছে যাতে এখানে নির্বাচন না হয়। ২০০৮ এর পর যখন বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করতে চেয়েছিলো তখন তাদের ২-৩ জন প্রার্থী দাড়ানোর কারণে বিজয় হতে পারে নি। এবারও সরকারি দলের একাধিক প্রার্থী থাকলে নির্বাচনে ৩য় কেউ বিজয় হওয়ার সম্ভাবনা আছে বলেই স্থানীয় এমপি চেয়ারম্যানকে দিয়ে একটি মামলা করিয়ে রেখেছে। এ ছাড়া তৎকালীন সময় সে বিএনপির নাম বিক্রি করে চেয়ারম্যান হয়েছে, কিন্তু তাকে দিয়ে বিএনপির কোন উপকার হয় নি। সে এখন এমপি ও সরকারী দলের দালাল হিসেবে চিহ্নিত হয়ে গেছে। গোপিনাথ কমান্ডার আতাউর রহমান মুকুল এবং আবুল কালাম আজাদ বিশ্বাসের সামনে জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে নানান বাজে কথা বলেছে। সেখানে আতাউর রহমান মুকুল এবং আবুল কালাম আজাদ মঞ্চে বসে হাসাহাসি করছিলো। তারা সভা বর্জন করেনি এবং কোন প্রতিবাদও করেনি। এতেই বোঝা যায় তারা সরকারী দলের দালাল। আমাদের হাই কমান্ড থেকে নির্দেশ দিয়েছে এই সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে যাবো না।

RSS
Follow by Email