বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

আপনারা যে খবর পাচ্ছেন, আমাদের সাথে মিলছে না: এসপি

লাইভ নারায়ণগঞ্জ: ‘আমাদের উদ্দেশ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সুরক্ষিত রাখা। এ মহাসড়ক সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি নিয়ে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি।’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোহাম্মদ রাসেল। রবিবার (৫ নভেম্বর) বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাইনবোর্ডে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আপনারা সকাল থেকে দেখছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে প্রায় ৩৫টি জায়গায় আমরা কাজ করছি। এছাড়াও দিন রাত মিলিয়ে আমাদের ৮৪টি মোবাইল টিম কাজ করছে। আমাদের অফিসাররা এটা তদারকি করছে। আমাদের গোয়েন্দা ও ডিবিও কাজ করছে।

এসপি বলেন, আপনারা যে খবর পাচ্ছেন সেটার সাথে আমাদের খবর মিলছে না। অনেক সময় একসাথে পাঁচ ছয়জন একসাথে হৈ-হুল্লোড় করে চলে যায়। আমরা গিয়ে পাই না। আমাদের যেসকল মূল সড়ক আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। ছবি তো ঘরের উঠানেও তুলতে পারে, গলিতেও পারে। তবে যেখানে সাধারণ জনগণ চলাচল করে পন্য পরিবহন হয় সে সড়কগুলো আমরা নিরাপদ রেখেছি।

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email