রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04ধর্ম

আকাশে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার প্রথম রোজা

লাইভ নারায়ণগঞ্জ: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে রোজা। সোমবার (১১ মার্চ) রাত থেকেই তারাবির নামাজের মধ্য দিয়ে রোজা রাখার প্রস্তুতি নিবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।

RSS
Follow by Email