সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েরাজনীতি

অস্ত্র উদ্ধারে ইসিতে তৈমূরের আবেদন

লাইভ নারায়ণগঞ্জ: আসান্ন দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠ এবং প্রভাবমুক্ত করার জন্য অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন করেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বার্তাযোগে এ তথ্য জানান তিনি।

বার্তায় আসন্ন জাতীয় নির্বাচন যেন সুষ্ঠ এবং চাপমুক্ত করার জন্য সকল প্রকার বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোট কেন্দ্র দখলকারীদের চিহ্নিত সন্ত্রাসীদের নজরদারী করার জন্য আবেদন করেন তিনি।

এ বিষয়ে তৃণর্মল বিএনপির মহাসচিব লাইভ নারায়ণগঞ্জকে বলেন, প্রথম আলোতে দেখলাম পিরোজপুরে এবং বগুড়ার সরকারি নমিনেশন প্রাপ্তদের দলের লোকেরা হামলা চালাচ্ছে। যারা কেন্দ্র দখল করে তাদের পুলিশের নজোরদারীতে দিতে রাখার জন্য এই আবেদক করা।

RSS
Follow by Email